ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

বাউফলে দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে পৌরসভা নির্বাচন

জাহিদ শিকদার, বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : শনিবার ২৫ ডিসেম্বর ২০২১ ০৭:২০:০০ অপরাহ্ন | দেশের খবর

 

পটুয়াখালী জেলার বাউফল পৌরসভার নির্বাচন দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০১২ সালের ২২মে বাউফল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। সীমানা নির্ধারণসহ নানা জটিলতার কারণে ৯ বছর এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
 
বাউফল, নাজিরপুর, মদনপুরা দাসপাড়া ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে জটিলতার কারণে দীর্ঘদিন নির্বাচন বন্ধ ছিলো।
 
নির্বাচন কমিশন বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। তফসিল ঘোষণার পর থেকেই পৌরসভায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।
 
তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ৬ জানুয়ারি, যাচাই-বাছাই ৮ জানুয়ারি, প্রত্যাহার করার শেষ দিন ১৪ জানুয়ারি। বাউফল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জানান, তফসিল অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।