ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

বাবুলের নেতৃত্বে উজ্জীবিত কর্মীরা,বিএনপিকে রাজপথে মোকাবেলা করা হবে- মামুনুর রশিদ

মোঃওয়াহিদুর রহমান মুরাদ, করেসপন্ডেন্ট : | প্রকাশের সময় : শনিবার ৪ জুন ২০২২ ০৭:৪৫:০০ অপরাহ্ন | রাজনীতি

রায়পুর উপজেলা আওয়ামীলীগ কতৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশ  নতুন কমিটির নতুন পদ প্রাপ্তদের অংশগ্রহণে জনসমুদ্রে পরিনত হয়েছে রায়পুরের রাজপথ, পদ প্রাপ্তিতে নতুনদের মনোবল তুঙ্গে দেখা গিয়েছে শনিবার বিকালে আয়োজিত বিএনপি কতৃক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে। 

নতুন কমিটি পেয়ে জোরেসোরে আজ  দলীয় কার্যক্রম নেতা - কর্মীদের স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন এর নেতা -কর্মীরা । প্রায় সাড়ে ১৯ বছর পর সম্মেলনের মাধ্যমে নবীন-প্রবীনের সমন্বয়ে কমিটি গঠন হওয়ায় উজ্জীবিত দলটির তৃণমূলের নেতাকর্মীরা। 

কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গত ৩১ মে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সভাপতি পদে  মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক পদে রফিকুল হায়দার বাবুল পাঠান মনোনীত হয়েছিলেন। সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতাদেরকে বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব দেওয়া হয়। 

গত কমিটির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকদেরকে করা হয়েছে এ কমিটির সহসভাপতি। ছাত্রলীগ ও যুবলীগ নেতাদেরকে দেওয়া হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য সম্পাদকীয় পদগুলো। এছাড়াও যোগ হয়েছে অনেক দক্ষ সাংগঠনিক নেতাদের নতুন মুখ। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় যেসকল তরুণ নেতা পদ-পদবীতে যেতে পারেননি এমন নেতাদেরকেই বেছে বেছে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র গিয়াসউদ্দীন রুবেল, কামরুল হাসান রাসেল,  যুব ও ক্রীড়া সম্পাদক আক্তার মিয়াজী, সাংগঠনিক সম্পাদক তানভীর হায়দার চৌধুরী, ত্রান ও দূর্যোগ সম্পাদক সাজ্জাদুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সাইয়েদ জুটন, আলতাফ মাষ্টার সহ পদ পাওয়া নতুনদের নেতৃত্বে মিছিল সহকারে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।

উপজেলা আওয়ামীলীগ এর নবনিযুক্ত সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান বলেন, স্বাধীনতাবিরোধী সকল অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সর্বদা প্রস্তুত আছি।বিএনপি - ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের নেত্রীকে নিয়ে যে কটুক্তি করেছে, তার উত্তম জবাব দেয়া হবে। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও জ্বালাও পোড়াও দমনে সাংগঠনিক ভিত্তি মজবুত করে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। আন্দোলনের নামে কাউকে নৈরাজ্য করতে দেওয়া হবে না।

নতুন সভাপতি  মামুনুর রশিদ বিক্ষোভ সমাবেশ  বলেন, বিএনপি -জামায়াতের যে কোন নৈরাজ্য রায়পুরের আওয়ামীলীগ শক্ত হাতে রাজপথে মোকাবেলা করবে।