বরগুনার বামনায় উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে দুই দিন ব্যাপি এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা।
উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্যে রাখেন উপজেলা কৃষি কর্তকর্তা মোসাঃ ফারজানা তাসমিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দিপক চন্দ্র ঘোষ, একাডেমিক সুপারভাইজার মোঃ নাসিম প্রমূখ। সবশেষে ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসবমূখর পরিবেশে অংশগ্রহণ করেন।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ