কুমিল্লার হোমনা উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ৫৩ তম শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতায় ক্রিকেট (বালক) টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়।
ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছিল দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় ও হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়। খেলার প্রথম দিকে আদর্শ উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে ৬ ওভারে সংগ্রহ করে মাত্র ৩৮ রান। এরপর দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের দল নির্ধারিত ৬ ওভারের ৫ ওভার ১ বলেই ৭ উইকেট হাতে রেখে বিজয় অর্জন করে।
খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন ৯ম শ্রেণির ছাত্র মো. ইউনুস মিয়া। যিনি তার দুর্দান্ত ব্যাটিং ও বলিং পারফরম্যান্স দিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান।
দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট দলের সদস্যদের মধ্যে ছিলেন:
১) মোহাম্মদ শাহিন (১০ম শ্রেণি, অধিনায়ক)
২) মো. ইউনুস মিয়া (৯ম শ্রেণি)
৩) শাহজালাল মিয়া (৯ম শ্রেণি)
৪) সিয়াম প্রধান (দশম শ্রেণি)
৫) মোহাম্মদ আল-আমিন (১০ম শ্রেণি)
৬) মো. ফাহিম মিয়া (১০ম শ্রেণি)
৭) মো. আরাফাত ইসলাম আরিয়ান (১০ম শ্রেণি)
৮) মোহাম্মদ আরাফাত (১০ম শ্রেণি)
৯) ইরফান মিয়া (১০ম শ্রেণি)
১০) ইমরান হোসেন সাইফ (৯ম শ্রেণি)
১১) মোহাম্মদ ইয়াসিন (৮ম শ্রেণি)
১২) মো. সাইজুদ্দিন (৭ম শ্রেণি)
১৩) মো. মনির (৭ম শ্রেণি)
১৪) অর্পণ চন্দ্র সরকার (১০ম শ্রেণি)
দলের কোচ ছিলেন মো. হাবিবুর রহমান, শারীরিক শিক্ষা শিক্ষক। তার নিবিড় পরিশ্রম ও দিকনির্দেশনার ফলস্বরূপ দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় এই বিজয় অর্জন করেছে।
এই সফলতার জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, এবং ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে অত্যন্ত গর্বিত। আগামী দিনে আরও বৃহত্তর সাফল্য অর্জনের প্রত্যাশা সকলের।