স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। তিনি বলেন, "আল্লাহর রহমতে কোনো সিকিউরিটি থ্রেট নেই। এই বিজয় দিবস সবার, এটি কারও একার নয়।"
সোমবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিজয় দিবস উদযাপনকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। তিনি বলেন, "বিজয় দিবস যাতে সুন্দরভাবে উদযাপিত হয়, সে জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।"
তিনি আরও বলেন, বিজয় দিবসে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে।
বিজয় দিবসে জাতীয় পতাকা ব্যবহারের ক্ষেত্রে সঠিক রং ও আকার নিশ্চিত করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে সরকারের নির্ধারিত মান অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "চট্টগ্রামে পাকিস্তানি জাহাজ নিয়ে ভারতীয় গণমাধ্যম ভুল তথ্য প্রচার করছে। এ ক্ষেত্রে দেশের গণমাধ্যমের দায়িত্ব হলো সত্য তুলে ধরা। আপনাদের মাধ্যমে এসব ভুল তথ্যের প্রতিবাদ হওয়া উচিত।"
বৈঠকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষ্যমতে, এ বছর বিজয় দিবসকে কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কা বা সমস্যার আভাস পাওয়া যায়নি। সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে যাতে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপিত হয়।
বায়ান্ন/আরএইচ/এএস