ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

বিদেশে আসিফ নজরুলকে হয়রানির ঘটনায় জেনেভার কাউন্সেলরকে প্রত্যাহার

রিয়াদ হাসান | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪ ০১:২২:০০ অপরাহ্ন | জাতীয়

জেনেভায় বঙ্গভবন মিশনের কাউন্সেলর (শ্রম শাখা) মোহাম্মদ কামরুল ইসলামকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে সরকার।

সম্প্রতি জেনেভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের হয়রানির পর তাকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে বলে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়। ইউএনবি

বিমানবন্দরে প্রবেশের আগে ঘটনার সময় কামরুল উপদেষ্টার সঙ্গে ছিলেন।

আসিফ নজরুলকে 'হয়রানি' করার সময় তিনি নীরব ছিলেন বলে অভিযোগ রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, জেনেভা বিমানবন্দরে 'জয় বাংলা' ও 'জয় বঙ্গবন্ধু' স্লোগান দিতে দিতে কিছু লোক আক্রমনাত্মকভাবে আসিফ নজরুলের মুখোমুখি হয়েছিলেন।