ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

বিপ্লব-রুবেল ও পংকজের আয়োজনে জমকালোভাবে দুই দিন ব্যাপি জন্মাষ্টমী উৎসব পালন

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ ০৪:৪৪:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

বিপ্লব-রুবেল ও পংকজের আয়োজনে  জমকালোভাবে দুই দিন ব্যাপি জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে বোয়ালখালীতে। বোয়ালখালী কানুনগোপাড়া শাখার ্ঠাকুরমঠ লক্ষী জনার্দন মন্দিরে এই উৎসব পালিত হয়। 

এতে হাজার হাজার ভক্ত সমাগমের উপস্থিতিতে এক ধর্মীয় উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে একটি বিশেষ ধর্মীয় আলোচনা সভা ও নামকীর্তন অনুষ্ঠিত হয়।। 

উক্ত আলোচনা সভায় আলোকিত অতিথির আসন অলংকৃত করেন সনাতনী সমাজের আইকন"উদীয়মান সমাজ হিতৈষী ধর্মানুরাগী ও হিন্দু সমাজের পরম বন্ধু  "বাবু বিপ্লব দেওয়ানজী  ও  বাবু রুবেল দাশ  ।

প্রতিবছরের ন্যায় দুই দিনের বিশাল এই মহতী আয়োজনটি করেন বাংলাদেশ ইসকন লক্ষ্মী জনার্দন মন্দির জন্মাষ্টমী উৎসব পরিচালনা পরিষদ"

 বোয়ালখালী কানুনগোপাড়া শাখা " উক্ত জন্মাষ্টমী পরিচালনা কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করেন বাবু বিপ্লব দেওয়ানজি ও সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন বাবু রুবেল দাশ । তাদের অক্লান্ত পরিশ্রম ও মানসিক সহযোগিতার কারণে একটি চমৎকার ধর্মীয় অনুষ্ঠান উপহার পেল বোয়ালখালী সনাতনী সমাজ।

 বোয়ালখালী সনাতনী সমাজের পক্ষ থেকে লক্ষ্মী জনার্দন মন্দির পরিচালনা পরিষদের সন্মানিত সভাপতি বাবু পংকজ দেওয়ানজি ও প্রভু শেষরুপ দাস ব্রম্মচারী বাবু বিপ্লব দেওয়ানজি মহোদয় ও বাবু রুবেল দাশ মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।।