বিরোধী দল বিএনপি নেতারা দেশের উন্নয়ন না দেখার কারন চোখ নয় মনের সমস্যা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ১১ নভেম্বর বিকাল পাঁচ টার সময় কক্সবাজার মাতারবাড়ীতে এক জনসভায় বক্তব্যদান কালে একথা বলেন। এসময় তিনি বিএনপি নেতাদের তাঁর প্রতিষ্টিত আধুনিক আই ইনস্টিটিউটটে গিয়ে চোখের চিকিৎসার ও পরামর্শ দেন।
এর আগে দুপুর ১ টায় দোহাজারী-কক্সবাজার রেল লাইন ও দেশের প্রথম আইকনিক রেল স্টেশনের উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, আমি আমার কথা রেখেছি। কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবী রেল এনে দিয়েছি কক্সবাজার। চকোরিয়া থেকে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও পাওয়ার প্লান্ট এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সাথে সাথে ও সংযুক্ত করা হবে রেলপথ।
প্রধানমন্ত্রী এসময় কক্সবাজারে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্প সহ ৪টি ভিত্তিপ্রস্তর স্থাপন, কক্সবাজার—দোহাজারী রেল লাইনের কক্সবাজার আইকনিক রেলস্টেশন সহ ১১ টি মেগা প্রকল্প উদ্বোধন করেছেন। কক্সবাজার সদর, রামু, উখিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া ও চকরিয়ায় বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে নির্মিত ও নির্মাণাধীন প্রকল্পের উদ্বোধন।
ভিত্তি প্রস্তর স্থাপন করেন ৪ প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২ টি, নৌপরিবহন মন্ত্রণালয়ের ১টি ও বাংলাদেশ স্কাউটস মন্ত্রণালয়ের অধীনে ১ টি সহ মোট ৪টি প্রকল্প রয়েছে। এর মধ্যে টেকনাফ উপজেলাধীন মাল্টিপারপাস ডিজাস্টার রিসিলেন্ট শেল্টার কাম আইসোলেশন সেন্টার নির্মাণ প্রকল্প, কক্সবাজার জেলার রামু উপজেলাধীন জোয়ারিয়ানালা ইউপি—মোহসিনা বাজার ভায়া নন্দাখালী সড়কে ১৮৪ মিটার দীর্ঘ আর্চ ও আরসিসি
গার্ডার ব্রীজ নির্মাণ প্রকল্প, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্প ও প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়) প্রকল্পের আওতায় ভবন নির্মাণ প্রকল্প।
কাজ শেষ করে উদ্বোধন করলেন ১১ প্রকল্পঃ এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ১টি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৩টি, শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৪ টি, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ২টি এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ১ টি সহ মোট ১১ টি প্রকল্প রয়েছে। এর মধ্যে, কক্সবাজার বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের আওতায় কক্সবাজার জেলার সদর উপজেলাধীন বাকঁখালী নদীর কস্তরা ঘাটে ৫৯৫ মি. পিসি বক্স গার্ডার ব্রিজ নির্মাণ প্রকল্প, কুতুবদিয়ার কৈয়ারবিল ঠাণ্ডা চৌকিদারপাড়া ৬০ মিটার আর সি সি গার্ডার ব্রিজ নির্মাণ প্রকল্প, চকরিয়া পৌরসভার বাস টার্মিনাল সম্প্রসারণ কাজ, সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (বর্জ্য থেকে বিদ্যুৎ) ডিজাইন ও স্থাপনকরণ প্রকল্প (ক্যাম্প—৪ উখিয়া), মহেশখালির মাতারবাড়ি ২টি ৬০০ মেগা ওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র (১ম সংশোধিত) প্রকল্প, কক্সবাজার সদরের জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ, মহেশখালীতে ইউনুসখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ, উখিয়ার রত্না পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ, মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুতুবদিয়া দ্বীপকে জাতীয় গ্রিডে সংযুক্তকরণ প্রকল্প ও ৪০ টি উপজেলায় ৪০ টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ চট্টগ্রামে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন(২য় সংশোধনী) প্রকল্পের আওতায় রামুতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন তিনি।