চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমাদেরকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আপনারা দু'হাত তুলে কথা দেন জনগণের জন্য কাজ করবেন। আমরা আন্দোলন-সংগ্রাম করেছি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। আশাকরি আমাদের আন্দোলন সফল হয়েছে।
তিনি আরও বলেন, আপনারা দেখেছেন গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান আমাদের নেত্রীকে কি সম্মান দেখিয়েছে। বেগম খালেদা জিয়াকে আগামীর মসনদে আনতে হলে কঠিন পরিশ্রম করতে হবে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন। জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয় মাঠে সভাটি অনুষ্ঠিত হয়।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, এই ইউনিয়নটা সন্ত্রাসীদের ইউনিয়ন হিসেবে পরিচিত ছিল। আপনাদের সহযোগিতায় এই ইউনিয়ন যাতে সাধারণ মানুষের ইউনিয়ন হয় সেদিকে খেয়াল রাখবেন। এই ইউনিয়নে যাতে কোন কিশোর গ্যাং না থাকে। আপনারা প্রত্যেকে নিজ নিজ সন্তানের প্রতি খেয়াল রাখবেন, তারা কি কাজ করে কোথায় যায়। আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করবেন। শেখ হাসিনার ফ্যাসিবাদ সরকার আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। প্রতি ঘরে ঘরে মাদকের আখড়া বানিয়ে দিয়েছে। আমাদের এই তরুণ সমাজকে রক্ষা করতে হবে।
এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান।
তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মো. নাজমুল আহসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন- ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সহিদুল্ল্যাহ দর্জি, যুগ্ম সাধারণ সম্পাদক সাবা বন্দুকসী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আলম খান মঞ্জু।
আরও বক্তব্য রাখেন- ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর সর্দার, সাবেক সাধারণ সম্পাদক শাহীন ঢালী, ইউনিয়ন যুবদলের সভাপতি খন্দকার মো. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক শাহ আলম দর্জি, সাংগঠনিক সম্পাদক তুহিন বন্দুকসী, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন খান, সাধারণ সম্পাদক ছিদ্দিক খন্দকার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিএম ওমর, ইউনিয়ন মহিলা দলের সভাপতি মুন্নি বেগমসহ ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ।
এসময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বায়ান্ন/প্রতিনিধি/একে