ঢাকা, শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৬ই অগ্রহায়ণ ১৪৩১

বেনাপোলে ১০ স্বর্ণবারসহ দুই সহদোর আটক

বেনাপোল প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৭ অক্টোবর ২০২২ ০১:৫৫:০০ অপরাহ্ন | দেশের খবর




যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ১ কেজি ২০০ গ্রাম ওজনের ১০ টি স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা বেনাপোল বন্দর থানার কাস্টমস-বিজিবি গেটের সামনে থেকে তাদের আটক করে।

আটকরা হলেন, চুয়াডাঙ্গার পীরপুরকুল্লা উপজেলার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের দুই ছেলে হিরন মিয়া (২৫) ও মিলন হোসেন (২৮)।

যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ মিনহাজ ছিদ্দিকী জানায়, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে ভারতে স্বর্নের একটি চালান পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট কাস্টমস-বিজিবি চেকপোস্টের সামনে থেকে সন্দেহ ভাজন দুই সহদোরকে ধরা হয়। পরে তাদের শরীর তল্লাশী করে ১০টি স্বর্ণবার পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।