ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুইজন নিহত

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া : | প্রকাশের সময় : শনিবার ৯ ডিসেম্বর ২০২৩ ০৬:২৩:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
মহাসড়কে পেট্রোল পাম্পের সামনে ট্রাকের চাপায় দণ্ডায়মান সিএনজির দুই যাত্রী নিহতসহ চালক গুরুতর আহত হয়েছেন। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটকাতে সক্ষম হলেও পালিয়ে গেছে এর চালক। নিহতদের মরদেহ পাঠানো হয়েছে মর্গে। ঘটনাটি ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা এলাকার।
 
 
শনিবার (০৯ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা নামক স্থানের এই দুর্ঘটনায় নিহতেরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শোনাসার গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুর রহমান (৫৫) এবং হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সুবিদপুর গ্রামের আনসার আলীর ছেলে ইকবাল হোসেন (৩২)। তাছাড়া দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটির চালক গুরুতর আহত হয়েছেন।
 
 
খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে আশুগঞ্জ থেকে একটি ট্রাক সরাইল বিশ্বরোড মোড়ের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বেড়তলা এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাকটি চাপা দেয়। এতে সিএনজির যাত্রী বৃদ্ধ আবদুর রহমান ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহত তিনজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইকবাল নামের আরো একজন মারা যায়। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।