ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় রোববার ইসলামী আন্দোলন'র গণসমাবেশ

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া : | প্রকাশের সময় : শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৮:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
ব্রাহ্মণবাড়িয়ায় রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশ'র গণসমাবেশ। এই  উপলক্ষে প্রস্তুতির বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা ইসলামী আন্দোলনের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ।
 
 
লিখিত বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করাসহ বিভিন্ন দাবীতে আগামীকাল রোববার ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। সমাবেশে আরো বক্তব্য রাখবেন কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং বরেণ্য ওলামায়ে কেরাম ও পেশাজীবী শ্রেণীর প্রতিনিধিগণ বক্তব্য রাখবেন। 
 
 
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা ইসলামী আন্দোলনের উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সাবেক সভাপতি মুসলেহ উদ্দিন ভূইয়া, সৈয়দ আনোয়ার আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা গাজী নিয়াজুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শাহ্ মোহাম্মদুল্লাহ্, প্রচার সম্পাদক নোমান আহমাদ শিবলী, শ্রমিক নেতা শেখ মুহাম্মদ শাহ আলম, যুব নেতা মুফতি আশরাফুল ইসলাম বিলাল, ছাত্র নেতা এম আবু হানিফ নোমান প্রমুখরা উপস্থিত ছিলেন।