প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার নামের বানান ভুল করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী। ওই ভুল বানানের পোস্টার পুরো ইউনিয়নে ছড়িয়ে দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
এঘটনা ঘটেছে ভোলা সদরের ১নং রাজাপুর ইউনিয়নে।ওই ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান খান। তিনি দ্বিতীয় বারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন। কিন্তু তার নির্বাচনী পোস্টারে তিনি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীর নামের বানানে ভুল করেছেন।পোস্টারে 'শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন' লেখার কথা থাকলেও শেখ 'হাসিনার' পরিবর্তে শেখ হানিার লেখা হয়েছে। এমন ভুল বানানের পোস্টার এখন ফেসবুকে ভাইরাল। আওয়ামী লীগের প্রার্থী হয়ে দলের সভাপতির নামের বানান ভুল করায় শুধু ইউনিয়নে নয়, পুরো জেলায় সমালোচনার মুখে পড়েছেন ওই চেয়ারম্যান প্রার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউল চুরির দায়ে চেয়ারম্যান পদ হারানোর পরে আবারও কি ভাবে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হলেন? পোষ্টারে লিখা চেক না করে দলের সভাপতির ভুল নাম লিখে তা ইউনিয়নে ছড়িয়ে দিয়েছেন,তার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
এ ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান খান বলেন, আমি শহরের একটি প্রেসে ২০ হাজার পোস্টার ছাপানোর অর্ডার দিয়েছিলাম, তারা নামের বানান ভুল করেছে। প্রেস মালিক জানান, চেয়ারম্যান প্রার্থী যে ভাবে পোস্টারের গ্রাফিকস ডিজাইন করে দিয়েছেন আমরা সে ভাবে পোস্টার ছাপিয়েছি। তার ডিজাইনে আমাদের হাতদেয়ার ক্ষমতা নাই।