ঢাকা, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

মাগুরায় বিপুল পরিমাণ ভারতীয় সামগ্রী জব্দ করে ঝিনাইদহ সেনাবাহিনী ক্যাম্প

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : মঙ্গলবার ১ অক্টোবর ২০২৪ ০৯:৩৬:০০ অপরাহ্ন | খুলনা

মাগুরায় ভারতীয় প্রসাধনী সামগ্রী, চকলেট, থ্রিপি, কম্বল ও শাড়ীসহ বিপুল পরিমাণ সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ঝিনাইদহ সদর আর্মি ক্যাম্প।

সোমবার রাতে মাগুরা-যশোর মহাসড়কের ভায়না মোড় এলাকা থেকে এসব জব্দ করে ১৯ ই বেংগল (ডিঃ সাঃ) ঝিনাইদহ সদর আর্মি ক্যাম্প।

মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে যশোর সেনাবাহিনীর ক্যাপ্টেন রাদ জানায়, যশোর থেকে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসামগ্রী ঢাকায় পাঠানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেসময় প্রায় ৪০ প্রকার চকলেট, থ্রিপি, কম্বল ও শাড়ীসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় ৩০ লাখ টাকা। জব্দ হওয়া মালামাল মাগুরা থানায় সোপর্দ করা হয়েছে।




সবচেয়ে জনপ্রিয়