ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে মুক্ত যুদ্ধের বিজয় মেলার উদ্বোধন

জুয়েল নাগ, মিরসরাই, চট্টগ্রাম | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২২ ডিসেম্বর ২০২২ ০৭:৪৪:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
 
 
চট্টগ্রামের মিরসরাইয়ে ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান। মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মেলা আয়োজন কমিটির চেয়ারম্যান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কবির আহমেদ। মেলা আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক, জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমুখ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, মিরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে প্রতিবছরের ন্যায় এবারো ১০ দিনব্যাপী এ মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন করা হয়েছে। মেলার বিজয় মঞ্চে প্রতিদিন মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ করবেন মুক্তিযোদ্ধারা। এ ছাড়া বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।