ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩শে মাঘ ১৪৩১

মির্জাগঞ্জে অগ্নিকান্ডে ৩ দোকান পুড়ে ছাই

মোঃ সুমন কাজী, মির্জাগঞ্জ (পটুয়াখালী) : | প্রকাশের সময় : শনিবার ৯ সেপ্টেম্বর ২০২৩ ০৬:২৫:০০ অপরাহ্ন | দেশের খবর

মোঃ সুমন কাজী, মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতাঃ  পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মহিষকাটা বাজারে ভয়াবহ আগুনে তিনটি দোকানঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। এ ঘটনায় আরও দুইটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়দের সহায়তায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস। মোমবাতি'র মাধ্যমে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা করেছে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১১টার দিকে তারা দেখতে পায় বাজারের বিসমিল্লাহ অটো হাউজ মটর ওয়ার্কশপ ঘরের মধ্যে ধোয়ার কুন্ডলি। কিছুক্ষণের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রাসহ বাজারের ব্যবসায়ীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে বাজারের ৩টি দোকান ঘর ভস্মীভূত হওয়া সহ আরও দুইটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

৩নং আমড়াগাছিয়া ইউপি চেয়ারম্যান এটিএম মোস্তাফিজুর রহমান বলেন, আগুনে বাজারের তিনটি দোকান ঘর পুরোপুরি ভষ্মিভূতসহ দুইটি দোকান এর ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

মির্জাগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মনিরুল ইসলাম জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন পুরিপুরি নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে আনুমানিক পনেরো লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।