ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১
সিসিক নির্বাচন:

মুক্তিযোদ্ধা প্লাটফর্ম থেকে মেয়র প্রার্থী হচ্ছেন বাবরুল হোসেন বাবুল?

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : রবিবার ৩০ এপ্রিল ২০২৩ ১২:৩৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



সিলেটের আলোচিত নেতা বাবরুল হোসেন বাবুল। অনেকটা নিরবেই সময় কাটাচ্ছেন। আমেরিকা আর বাংলাদেশ-এই দুই দেশে ব্যবসায়ীক কাজে ব্যস্ত সময় কাটিয়ে দেন। অধিকাংশ সময় অবস্থান করেন নিউইয়র্ক সিটিতে। কয়েক মাস পূর্বে বাংলাদেশে এসেছিলেন। মাসখানিক পূর্বে তিনি আবার ফিরে গেছে আমেরিকায়। আসন্ন সিলেট সিটি করপোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে আবার আলোচনায় উঠে এসেছেন বাবরুল হোসেন বাবুল।

বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সিলেট পৌরসভার দুইবারের চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানও ছিলেন বাবুল। ঊনসত্তরের গণআন্দোলনের ছাত্রনেতা বাবুল এবার সিটি নির্বাচনে নতুন কৌশলে মেয়র পদে প্রতিদ্ব›িদ্বতায় মাঠে নামতে চান বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠজনরা। এই নতুন কৌশল হচ্ছে মুক্তিযোদ্ধা প্লাটফর্মে নির্বাচন করা। এজন্যে ভেতরে ভেতরে কয়েকজন বীর মুক্তিযোদ্ধা যোগাযোগ রক্ষা করে চলেছেন। বাবরুল হোসেন বাবুলও আমেরিকার মাটিতে বসে ঘনিষ্ঠজনদের সাথে পরামর্শ করছেন। দফায় দফায় ঘরোয়া বৈঠকও করছেন। শেষ পর্যন্ত বাবরুল হোসেন বাবুলের নির্বাচন করার পক্ষে পাল্লা ভারী হচ্ছে বলে সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী এবার দলীয় সিদ্ধান্তের কারণে নির্বাচনে অংশ নিচ্ছেন না। এই অবস্থায় সিসিকের নির্বাচনী মাঠ অনেকটা আনোরুজ্জামান চৌধুরীর দখলে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাবরুল হোসেন বাবুল একজন শক্তিশালী প্রার্থী হিসেবে মাঠে নামতে চাচ্ছেন। অনেকে মনে করছেন এটা হবে আরিফুল হক চৌধুরীর রিপ্লেস।