ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

মুরাদনগরে গণমাধ্যমকর্মীদের সাথে জামায়াত নেতাদের মত বিনিময়

মুরাদনগর, কুমিল্লা, প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ৭ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৯:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখার নেতৃবৃন্দরা।শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সাদরের নগর ক্যাফে রেস্তোরাঁয় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা শুরা সদস্য ও উপজেলা আমীর আবু নছর মোহাম্মদ ইলিয়াস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারী সাইফুল ইসলাম শহিদ।মুরাদনগর উপজেলা সেক্রেটারী মাওলানা আমীর হোসেন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলার সাবেক আমীর মনসুর মিয়া, মুরাদনগর উপজেলার সহকারি সেক্রেটারী মাহবুব আলম মুন্সী, উপজেলা বায়তুল মাল সেক্রেটারী মাও: আবু বকর সরকার, ধামঘর ইউনিয়নের আমীর মাও: আব্দুল আউয়াল খন্দকার, নবীপুর পশ্চিম ইউনিয়নের আমীর গোলাম মোস্তফা, ধামঘর ইউনিয়নের সেক্রেটারী এম আল আমিন, মুরাদনগর সদর ইউনিয়নের জামায়াত নেতা নাজমুস সাকিব তন্ময় প্রমূখ।সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বক্তারা বলেন, ফ্যাসিবাদ সরকার মুক্ত গণমাধ্যমকে মত প্রকাশে বাধা দিয়েছিল। আজ সাংবাদিকরা স্বাধীন। ছাত্রজনতার গন-অভ্যুথানের মাধ্যমে জালেম সরকার দেশ ছেড়ে পালিয়ে গিয়ে সংবাদকর্মীরা স্বাধীন হলো। দল মত নির্বিশেষে সঠিক তথ্য প্রচারের জন্য সকল সাংবাদিকদের আহ্বান জানান বক্তারা । বক্তরা আরো বলেন, এপর্যন্ত জামাতের বহু নেতাকর্মীকে শহীদ করা হয়েছে। তবুও আমরা প্রতিশোধের পরিবর্তে ক্ষমা করে দিয়েছি। মুরাদনগর উপজেলায় দীর্ঘ বছর পর আমরা সাংবাদিকদের সাথে মুখোমুখি বসে কথা বলতে পেরে আল্লাহর দরবারে শুকর আদায় করছি।