ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

মৌলভীবাজার চেম্বার অফ এন্ড কমার্স ইন্ডাস্ট্রির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

স্বপন দেব, মৌলভীবাজার | প্রকাশের সময় : বুধবার ২০ নভেম্বর ২০২৪ ০৫:৫০:০০ অপরাহ্ন | দেশের খবর

‘দি মৌলভীবাজার চেম্বার অফ এন্ড কমার্স ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম সেবা) চেম্বার নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন এবং তাৎক্ষণিক ভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। 

সভায় উল্লেখযোগ্য আলোচ্য বিষয় ছিল- বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণ, চুরি, ডাকাতি, যানজট নিরসন, কিশোর গ্যাং, স্কুল-কলেজে সময়ে রাস্তায় পার্কে ইভটিজিংসহ বিভিন্ন নাগরিক সমস্যার গুরুত্বপূর্ণ বিষয়।

সভায় ব্যবসায়ি নেতৃবৃন্দের বক্তব্য গুরুত্বসহকারে শ্রবন করে পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

চেম্বারের নেতৃবৃন্দের মধ্যে বৈঠকে অংশ নেন- বর্তমান সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী শরীফ, পরিচালক মনোয়ার আহমেদ রহমান, পরিচালক আব্দুর রহিম রিপন, পরিচালক সৈয়দ মুনিম আহমেদ রিমন,পরিচালক হামিদুর রহমান চৌধুরী ও পরিচালক হানিফ মোহাম্মদ খান। এছাড়াও সভায় জেলা পুলিশের উর্ধ্বতন পদস্থ কর্মকর্তা গণ অংশ নেন।

বায়ান্ন/প্রতিনিধি/একে