চট্টগ্রামে বোয়ালখালী উপজেলা সদর এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনের ফুটপাতে মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা এ অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ও অবৈধ পার্কিংয়ের দায়ে ছয়টি মোটরসাইকেলের চালককে জরিমানা করা হয়। এছাড়া পৌরবাজারের ফুটপাত দখলমুক্ত করে সর্তক করেন।
ইউএনও হিমাদ্রী খীসা জানান, বোয়ালখালী উপজেলা সদর এলাকায় যত্রতত্র পার্কিং ও ব্যবসায়ীদের ফুটপাত দখলের কারণে অধিকাংশ সময় তীব্র যানজটের ফলে জনসাধারণকে চরম দুর্ভোগে পড়তে হয়। সকল ধরনের যান চালক, দোকান মালিকদেরকে এরূপ প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।