যশোর সাব্বির হোসেন (২০) প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে শহরের শংকরপুর নতুন বাসটার্মিনাল এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। সাব্বির হোসেন ওই এলাকার আকবার হোসেনের ছেলে। এ নিয়ে দুদিনের ব্যবধানে ২ যুবক খুন হলো।
নিহত সাব্বিরের ভাই রাব্বি জানান, সাব্বির ঢাকায় একটি ওয়েল্ডিং এর দোকানে কাজ করে। দুই দিন আগে সাতদিনের ছুটি নিয়ে বাড়িতে এসেছে। দুপুর ১২টার দিকে শংকরপুর নতুন বাসটার্মিনাল এলাকায় সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ফিরোজ আহমেদ জানান, সাব্বিরের শরীরে একাধিক স্টেপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, সাব্বির হোসেন যশোর শহরের ছোটনের মোড়ে শাওন ওরফে টুনি শাওন হত্যা মামলার আসামি। চলতি বছরের ২২ জুলাই শাওন হত্যা হলে সাব্বির পালিয়ে ঢাকায় চলে যায়। কয়েকদিন আগে সে যশোরে এসেছে। রোববার দুপুরে একই এলাকার আকবার ও সাব্বির মাইদুলের হাজী ইজিবাইক গোডাউনের সামনে দাঁড়িয়ে ছিলো। এসময় মুছা, সুইটি, রায়হানসহ অজ্ঞাত পরিচয়ে আরো কয়েকজন এসে সাব্বির ও আকবারকে ডেকে নিয়ে যায়। ছুরিকাঘাত করলে আকবার পালিয়ে গেলেও সাব্বির পড়ে যায়। এখানে একাধিকবার স্টেপ করার এক পর্যায়ে তার মৃত্যু নিশ্চিত হলে তারা চলে যায়।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম হত্যার ঘটনা নিশ্চিত করে বলেছেন, কি কারণে কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে ঘটিয়েছে তা তদন্ত চলছে।