ঢাকা, শনিবার ১ ফেব্রুয়ারী ২০২৫, ১৯শে মাঘ ১৪৩১

যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যার বিচার করতে হবে: নুরুল ইসলাম নয়ন

রিয়াদ হাসান | প্রকাশের সময় : শনিবার ১ ফেব্রুয়ারী ২০২৫ ০৫:২৭:০০ অপরাহ্ন | রাজনীতি

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, তৌহিদুল ইসলামদের ত্যাগ, রক্ত, অবিচল লড়াইয়ের মাধ্যমে আজকের এই বাংলাদেশ অর্জিত হয়েছে, তাদের অবদানের ফলে আজ স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছে মানুষ, তাদের সাহসের জন্যই ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। সেই তাদেরই রক্ত ঝরানো, সেই তাদেরকেই নির্মমভাবে হত্যা, এ কোন বর্বরতা। যুবদল নেতা তৌহিদুল ইসলামের হত্যা কোনোভাবেই মেনে নেয়া হবে না।

শনিবার (১ ফেব্রুয়ারি) যুবদল নেতা তৌহিদুল ইসলামের নামাজে জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি। কুমিল্লায় যৌথ বাহিনীর নির্যাতনে নিহত কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের অধীনস্থ সদর উপজেলার ৫ নং পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ তৌহিদুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে যুবদলের সাধারণ সম্পাদক বলেন, ২৪'র গণ-অভ্যুত্থানের সাহসী যোদ্ধা, যুবদল নেতা আমাদের ভাই শহীদ তৌহিদুল ইসলামের হত্যাকান্ডে জড়িত যৌথ বাহিনীর সকলকে অতিদ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এসময় যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আমিনুর উর রহমান ইয়াছিনসহ কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।

বায়ান্ন/আরএইচ/একে