চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ সৈয়দ বাড়ী ৮ নং ওয়ার্ডে সোমবার (৯ জানুয়ারি) মধ্যরাতে আগুনে ৪টি বসতঘর আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বিষযটি নিশ্চিত করে বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানান তিনি। ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাবে ৮ লক্ষ টাকা ধরা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- মোঃ নাছির, মোঃ আকতার হোসেন, মোঃ শওকত হোসেন, মোঃ গিয়াস উদ্দীন মানিক।
ফায়ার সার্ভিস কামরুজ্জামান সুমন আরো বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে তাপ বেশি থাকায় আমাদের একটু সমস্যা হয়েছে। সেখানে অনেকগুলো বসতঘর ছিল, ৪টি ঘর একদম পুড়ে ছাই হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
আগুনের বিষয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দীন বলেন, মধ্যরাতে হঠাৎ আগুনের কথা শুনে আমরা দ্রুত গিয়ে দেখতে পাই বেশ কয়েকটি ঘরে আগুন ধরে গেছে। আগুনের তীব্রতা বেশি থাকাই আগুনের কাছে কেউ যেতে পারেনি। তবে সবাই মিলে চেষ্টা করছি।
আগুনের বিষযের পৌরসভা ৮নং ওয়ার্ডের কমিশনার কফিল উদ্দিন বলেন --আগুনের বিষয়ে আমি রাত্রে শুনেছি এবং দেখেছি। আমাদের পৌরসভা থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার জন্য চেষ্টা করছি।