ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

জনগণের অধিকারের জন্য রাজনীতি করে বিএনপি: নুরুল ইসলাম নয়ন

রিয়াদ হাসান | প্রকাশের সময় : সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ০৩:৩৩:০০ অপরাহ্ন | রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, জনগনের স্বার্থে, জনগণের অধিকারের জন্য রাজনীতি করে বিএনপি। জনগণই বিএনপির শক্তি। গত ১৬ বছর ধরে দলটি একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। গণতন্ত্রের সুদীর্ঘ লড়াইয়ে বিএনপির ত্যাগ ইতিহাসে বিরল। বিএনপি জনগনের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে চায়। সমষ্টিগত সুখময় ও কল্যাণকর বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। 

সোমবার জামালপুর জেলার মেলান্দহ উপজেলার থানা রোড ও চৌরাস্তা এলাকায় ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক জেলায় জেলায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর যৌথ লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এ কর্মসূচী পালন করা হয়।

যুবদলের সাধারণ সম্পাদক বলেন, এদেশের ছাত্র, শ্রমিক, মেহনতি মানুষ গত তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই। ভোট দেওয়ার আশায়, সুষ্ঠু নির্বাচনের আশায় ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছে তারা। ছাত্র-জনতার সম্মিলিত গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। 

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশের স্বাধীনতা সুরক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর পুরো জীবনটাই বিলিয়ে দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের নারীদের মঙ্গলের জন্য যা  করেছেন পৃথিবীর আর কোনো দেশে এমনটা কেউ করেনি। এদেশের সৌরভ আর গৌরবের সবকিছুই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে রচিত হয়েছে। গনতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের জন্য তিনি গনতন্ত্রের জননী হিসেবে পরিচিত। 

নুরুল ইসলাম নয়ন আরও বলেন, আমরা অন্যায়-অবিচারমুক্ত, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে চাই।। ফ্যাসিস্ট অপশক্তি বিদায় নিয়েছে, কিন্তু দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং টেন্ডারবাজরা যদি আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চায় তাহলে শতসহস্র শহীদের আত্মদান বৃথা যাবে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের কঠোর বার্তা স্বৈরাচারের দোসরদের আশ্রয় দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। কোন প্রকার লুটপাট চাঁদাবাজিতে জড়িয়ে পড়া যাবেনা। মানুষের জন্য নিবেদিত, মানুষের প্রতি ভালবাসার হাত প্রসারিত করে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে, বিএনপি গণমানুষের দল। 

এসময় জামালপুর জেলার যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বায়ান্ন/আরএইচ/এসবি/একে