ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

রাজশাহীর বাজারে বেড়েছে সকল পন্যের দাম, মাংসের দাম আকাশ ছোঁয়া

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : শুক্রবার ৩১ ডিসেম্বর ২০২১ ০৮:০৬:০০ অপরাহ্ন | দেশের খবর

নতুন বছরকে কেন্দ্র করে রাজশাহীর বাজারে বেড়েছে সকল প্রকার নিত্য প্রয়োজনীয় পন্যের দাম।তবে সবচেয়ে বেড়েছে সকল মাংসের দাম। শুক্রবার ছুটির দিনে রাজশাহীর সাহেব বাজারে ক্রেতাদের ছিল উপচে পড়া ভিড়। বাজারে গরুর মাংশ ও খাসির মাংশের দাম ছিল আকাশ ছোয়া।গরুর মাংশ বিক্রি হচ্ছে ৫৮০-৬০০ টাকা যা গতসপ্তাহের চেয়ে কেজিতে ৫০ টাকা বেশি। খাশির মাংশ বিক্রি হচ্ছে ৮৫০ টাকা কেজি যা গত সপ্তাহের তুলনায় ৫০ টাকা বেশি। ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৭০ টাকা যা গতসপ্তাহের চেয়ে কেজিতে ১০-১৫ টাকা বেশি, সোনালি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৬০ টাকা যা গতসপ্তাহের চেয়ে কেজিতে ২০ টাকা বেশি।

 

শুক্রবার রাজশাহীর বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের মত এই সপ্তাহে ও সকল প্রকারের সবজির দাম অপরিবর্তিত রয়েছে। এ সপ্তাহে ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি,বাধাকপি ৩৫ টাকা,বেগুন ৩৫ টাকা,মরিচ ৪৫ টাকা, আলু ২০ টাকা,টমেটো ৫০ টাকা,গাজর ৪০ টাকা, শিম ৪০ টাকা ও বরবটি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।

 

রাজশাহীর সাহেব বাজারের মুদি ব্যবসায়ী জামাল জানায়, মুদিপন্যের দাম গত সপ্তাহের মত এ সপ্তাহে ও অপরিবর্তিত রয়েছে। এই সপ্তাহে মাছের বাজারে তেমন কোন পরিবর্তন লক্ষ করা যায়নি।

 

এ সপ্তাহে বড় ইলিশ বিক্রি হচ্ছে ১১০০ টাকা কেজি যা গত সপ্তাহের তুলনায় ১০০-১৫০ টাকা বেশি। ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি। রুই মাছ বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি,পাঙ্গাস ১৪০ টাকা যা গত সপ্তাহের চেয়ে ২০ টাকা বেশি।

 

এ সপ্তাহে নদীর মাছের দামেও তেমন পরিবর্তনের দেখা মেলেনি। চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি, শিং মাছ ৫০০ টাকা, বোয়াল মাছ এ সপ্তাহে বিক্রি হচ্ছে কেজিতে ৬০০ টাকা যা গত সপ্তাহে তুলনায় কেজিতে ১০০ টাকা বেশি। এছাড়াও অন্যান্য মাছের দাম স্থিতিশীল রয়েছে।