ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

রাজস্থলীতে শিক্ষা উপানুষ্ঠানিকের শিক্ষা উপকরন বিতরণ

মোঃ কাইয়ুম হোসেন মিরাজ,রাজস্থলী প্রতিনিধিঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ২৮ ডিসেম্বর ২০২১ ০৬:৩৫:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলা বেসরকারি  এন জিও সংস্থা আশ্রয় অঙ্গন প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের সমন্বয়ে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন ২য় ধাপে  মাঠ পর্যায়ে বাস্তবায়নাধীন মৌলিক স্বাক্ষরতা শিক্ষন কেন্দ্রের উপকরন বিতরন অনুষ্ঠান (২৮ ডিসেম্বর)মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পাবলিক হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
 
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা,উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মার্মা,রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফজল আহমদ খান,মহিলা আওয়ামীলীগের সভানেত্রী লংবতি ত্রিপুরা সহ সংস্থার সুপারভাইজার ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কক্ষে ২য় ধাপে মাঠ পর্যায়ে বাস্তবায়নাধীন মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)'র অবশিষ্ট শিখন কেন্দ্রের উপকরন বিতরণ ও পাঠদান কর্মসুচী শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উবাচ মারমা।
 
 
বেসরকারী সংস্থা আশ্রয়ন অঙ্গন পরিচালনায়,প্রকল্প সমন্বয়ক রবার্ট ত্রিপুরার সঞ্চালনায়,বক্তব্য রাখেন, উপজেলা প্রোগ্রাম অফিসার মো.আরিফ হোসেন,ফিল্ড সুপার ভাইজার ভুবন মোহন তঞ্চগ্যা, সিনিয়ার প্রোগ্রাম ম্যানেজার মঙ্গলবাসী চাকমা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,মো. তাজুরুল ইসলাম সহ প্রমুখ।