বাঙালির ইতিহাস ঐতিহ্যকে বিশ্বব্যাপী তুলে ধরতে নবান্ন উৎসব পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ। প্রতি বছরের ন্যায় এবারো বিপুল উৎসাহ-উদ্দীপনায় পিঠা উৎসব, নাচ-গান আর আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।
সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। এই আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
শিক্ষক শিক্ষার্থীরা জানান, বাঙালির ইতিহাস ও গ্রামীণ ঐতিহ্যের সংস্কৃতিকে তুলে ধরার জন্য তাদের এই উৎসব। পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ নবান্ন উৎসবের গুরুত্ব তুলে ধরতে হবে।
বায়ান্ন/এসএ