জেলার রামগড়ে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় টাউন হলে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত দিবসের প্রতিপাদ্য ছিলো ’টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা উম্মাচিং চৌধুরীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে এসময় আরো বক্তব্য রাখেন, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, সহকারী তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, খাদ্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারী তথ্য আপা শাপলা আক্তার প্রমূখ।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আলী আহম্মদ, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. ইফতেখার উদ্দিন, রামগড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. নিজাম উদ্দিন সহ সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।