ঘূর্ণীঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর থেকে বরাদ্দ পাওয়া লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ এর নির্দেশনায় রায়পুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ১২০০ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত উপহার ১০ কেজি করে জিআর চাল এবং ১০০ টি পরিবারের মাঝে ১৪ কেজি ওজনের শুকনো খাবারের প্যাকেট ( চাল ১০ কেজি, ডাল ০১ কেজি, তেল ০১ লিটার, চিনি ০১ কেজি, আয়োডিন যুক্ত লবন ০১ কেজি, মরিচের গুড়া ১০০ গ্রাম, হলুদের গুড়া ২০০ গ্রাম ও ধনিয়ার গুড়া ১০০ গ্রাম) বিতরণ করা হয়।এছাড়াও বিস্কুট এবং ড্রাই কেক বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), লক্ষ্মীপুর, আরও উপস্থিত ছিলেন অঞ্জন দাশ, উপজেলা নির্বাহী অফিসার, রায়পুর, ইউপি চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরাজি, চেয়ারম্যান আবুল হোসেন, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, ইউপি সদস্য নজরুল ইসলাম, জাহাঙ্গির বকসি ও ইউপি সচিব ইউসুফ আলী ,সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার, মহিলা মেম্বার, মেম্বার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।