চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালে চক্ষুসেবায় দৃষ্টিশক্তি ফিরে পেতে প্রতিনিয়ত আসছে ছানী অপারেশন রোগী।চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হ হাসপাতাল ও উদ্যোগে এসব রোগীদের চক্ষুসেবা দিয়ে থাকেন।
এরইমধ্যে,মাওলানা জয়নাল আবেদীন ক্বাদেরী (ভি আই পি),হুজুরের বাবা,মাওলানা হাসান আজাহারী(ভি আই পি)হুজুরের বাবা,র্যাব-৭ এর মিডিয়া অফিসার মো.আবসার(ভি আই পি) উনার বাবা,প্রমুখ ব্যাক্তিদের ১০০ভাগ সফলের সাথে অপারেশন করে দৃষ্টি ফিরিয়ে পায়ে সুনামে পঞ্চমুখ হয়ে লোক মুখে ভাসছে চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল।
চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্যোগে বছরব্যাপী এ সেবা ক্যাম্পে চোখের ছানি, নেত্রনালি ও মাংস বৃদ্ধির অপারেশন হবে।
তাওসীফ নামে এক রোগী বলেন, আমার চোখের অপারেশন করাতে পারবো এটা ভাবতেই পারিনি।কারন আমার চোখের যে সমস্যা ছিল তা দেখে বহু ডাক্তার বলেছেন যে অপারেশন করলেও দৃষ্টি ফিরে পাওয়া যাবে কিনা সন্দেহ। কিন্তু গ্রামীণ তা চ্যালেঞ্জ হিসাবে করে আল্লাহর অশেষ রহমতে সফল একটি অপারেশন করে আজ আমার দৃষ্টি ফিরে পেয়েছি।
চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালের যুগ্ন-আহবায়ক আবু তাহের বলেন,চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালের ম্যানেজমেন্টের উদ্যোগে চোখের সব ধরণের চিকিৎসা দেওয়া হচ্ছে। অত্যাধুনিক সব যন্ত্রপাতি দ্বারা চক্ষু চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডা.জয়নুল আবেদীন বলেন, অর্থাভাবে এখানে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন সেদিকে নজর রাখা হয়। অপারেশন করে রোগীদের চশমা দেওয়া হয়।
ডা.শফিকুল ইসলাম জানান,এখানের একটি বড় বৈশিষ্ট্য হলো এখানে ধনী-গরীব সব রোগীদের কোনো ধরনের বৈষম্য ছাড়াই চিকিৎসা দেওয়া হয় এখানে।
প্রতিষ্ঠানটির চিপ ইন এইচ আর এডমিন ফাহিমা আকতার বলেন,সম্পুর্ন অনলাইন বেসিস,ডাটা এন্ট্রি সম্পন্ন, পুরা হসপিটার আইসিটি কাভারেজসহ আমরা সর্বদা চেষ্টা করছি রোগীদের যেন সর্বোচ্চ সেবা দেয়া যায়।চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল সম্পুর্ন একটি অত্যাধুনিক প্রযুক্তির হাসপাতাল।
--