ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

লক্ষ্মীপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

কিশোর কুমার দত্ত, লক্ষ্মীপুর সদর প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ১৭ ডিসেম্বর ২০২১ ১১:২২:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

৪র্থ ধাপে ইউপি নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র চেয়ারম্যান (অটোরিক্সা প্রতীক) প্রার্থী শাহ মোঃ এমরান। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করে তিনি সরে দাঁড়ানোর ঘোষনা দেন। শাহ মোঃ এমরান সদর উপজেলা কৃষক দলের সভাপতি।

 

এ সময় তিনি বলেন, যেহেতু বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহন করছে না তাই দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। জেলা বিএনপি'র আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী'র নির্দেশে আমি এ সিদ্ধান্ত নেন তিনি। আরও বলেন, ইতিমধ্যে আমি ব্যাপক প্রচার প্রচারনা চালিয়েছি। ভোটের মাঠে আমার যেসব কর্মী সমর্থক আছে তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যদি আবারও কোন সময় দলের সিদ্ধান্তে সুযোগ হয় আমি নির্বাচন করবো। 

 

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি সাদরীল আমিন সওদাগর, জেলা জাসাস সাংগঠনিক সম্পাদক এসএম বেলাল হোসেন সহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।

 

প্রসঙ্গত, চতুর্থ ধাপের ইউপি নির্বাচন ভবানীগঞ্জ ইউনিয়নসহ  লক্ষ্মীপুর সদর উপজেলা ১৫টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নের ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ ইউনিয়নে শাহ মোঃ এমরান ছাড়াও চেয়ারম্যান পদে আরো ১০ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্ধতা করছেন।