লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা ট্রাক ও কভার্ডভ্যান শ্রমিক ইউনয়ন লোহাগাড়া শাখার কার্যকরি সভাপতি মো. নুরুল হক নুনুর বিরুদ্ধে লোকমুখে ও বিভিন্ন পত্র-পত্রিকায়সহ কিছু অনলাইন ওয়েভ সাইটে জমি জবর দখল ও মিথ্যা বানোয়াট ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত হয়ে অপপ্রচার চালানো হচ্ছে।এই আলোকে এক স্বার্থন্যাসী মহল একটি ভুয়া সংবাদ সম্মেলন করে,সংবাদ সম্মেলন টি করার প্রতিবাদে প্রতিবাদ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় শ্রমিক লীগ লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা ট্রাক ও কভার্ডভ্যান শ্রমিক ইউনয়ন লোহাগাড়া শাকার কার্যকরি সভাপতি মো. নুরুল হক নুনু।
লিখিত বক্তব্যে তিনি বলেন- গত ২ ডিসেম্বর এম আজিজের স্ত্রী শাসুন্নাহার একটি সংবাদ সম্মেলন করেন, ইহা আমার দৃষ্টিগোচর হয়। সংবাদ সম্মেলনে আনিত আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন। যা কোনমতে কাম্য নয়। রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন ও ব্যক্তিগত ভাবে ইমেজ ক্ষুন্ন করতে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মিথ্যে ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করেছেন। মুলতঃ বিএস খতিয়ান ১০০০/৯৯৯, বিসএস ১০৯৭/১০৯৮/১০৭ দাগের আন্দও ৮.৮২ শতক জমি বিএস রেকর্ডিয় মালিক আলী হোসেনের ওয়ারিশ হতে বিগত ২০২১ সনের ৩১ আগস্ট ক্রয় করি। উক্তি জমি এখনো ভোগ দখলে স্থিতি আছি। কিন্তু এম. আজিজ প্রকাশ রড আজিজ তার সঙ্গীয় নিয়ে ৩০/৪০ জন সন্ত্রাসী নিয়ে উক্ত সম্পত্তি দখলের অপচেষ্টা চালায়। স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগীতায় অপচেষ্টায় ব্যর্থ হয়। ৮/১০ বার শালিশী বৈঠকের দিন ধার্য্য হলেও বিভিন্ন অযুহাতে এড়িয়ে যান। কিন্তু তার স্ত্রী শামসুন্নাহারের মাধ্যমে হেয় করার জন্য সংবাদ সম্মেলন করেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- লোহাগাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম গণি সম্রাট, যুবলীগ নেতা মিয়া মোহাম্মদ শাহাজাহান, লোহাগাড়া উপজেলা আওয়ামী ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. বোরহান উদ্দিন ও জমির প্রকৃত মালিক আলী হোসেন এর ওয়ারিশ মো. কামাল হোসেন, জামাল হোসেন, নাছির উদ্দিন, নুর বোগম, নুরজাহান, জাহানারা বেগম প্রমূখ।