ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

লোহাগড়ায় আমাদা আদর্শ কলেজে চারতলা আইসিটি ভবন নির্মাণ কাজের উদ্বোধন

ফরহাদ খান, নড়াইল : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১ ১২:১৩:০০ অপরাহ্ন | গণমাধ্যম

নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজে চারতলা বিশিষ্ট আইসিটি ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে কলেজ চত্বরে নির্মাণ কাজের উদ্বোধন করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নড়াইলের নির্বাহী প্রকৌশলী অরুণাভ রায়।
 
এ সময় উপস্থিত ছিলেন-সহকারী প্রকৌশলী আনন্দ মন্ডল, উপ-সহকারী প্রকৌশলী জি এম মেহেদী হাসান, কলেজ অধ্যক্ষ আল ফয়সাল খান, সমাজসেবক কে এম ফজলুল হক, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য গাজী শহিদুর রহমান, আসাদুজ্জামান মন্ডল, টিএম মনিরুজ্জামান কালু, সুলতান মাহমুদ, লফিতা বেগম, এবিএনকে আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার রায়, আমাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা খাতুন, কেএম আজিজুল হক, খান রবিউল ইসলাম, কামরুজ্জামান খান, খান মনিরুজ্জামান মেঞ্জু, আজাদ মোল্যা, কলেজের শিক্ষক-কর্মচারীসহ এলাকাবাসী।
 
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রায় দুই কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট আইসিটি ভবন নির্মাণ কাজ ২০২২ সালের ডিসেম্বরে শেষ হবে। এখানে কম্পিউটার ল্যাবসহ তথ্য প্রযুক্তির সব ধরণের সুযোগ-সুবিধা থাকবে। এর আগে কলেজটিতে একতলা ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। কলেজটি ২০০৪ সালে প্রতিষ্ঠার পর শিক্ষার আলোয় আলোকিত করছে লোহাগড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল। তবে, কলেজটি এখনো এমপিওভূক্ত (বেতন) হয়নি। ফলে অনেক কষ্টে জীবনযাপন করছেন কলেজের শিক্ষক-কর্মচারীরা। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুদৃষ্টি দেবেন-এমন প্রত্যাশা সবার।