ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০

বাউফলে নিখোঁজের ১৪ দিন পরও উদ্ধার হয়নি কলেজ ছাত্রী

জাহিদ শিকদার, বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : রবিবার ৫ ডিসেম্বর ২০২১ ০৭:২৪:০০ অপরাহ্ন | গণমাধ্যম
পটুয়াখালীর বাউফলে দ্বাদশ শ্রেণির ছাত্রী গত ২২ নভেম্বর সকালে কলেজে গিয়ে আর বাড়ি ফিরেনি। এ ঘটনায় দুই দিন পর বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই ছাত্রীটির বাবা। কিন্তু ১৪ দিন অতিবাহিত হয়ে গেলেও ওই ছাত্রীটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ। ওই ছাত্রীটি বাউফল সরকারি ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।ছাত্রীটির বাবা ও মা অভিন্নভাবে বলেন, গত ২২ নভেম্বর (সোমবার) সকালে তার মেয়ে কলেজে গিয়ে আর বাড়ি আসেনি। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের চার সন্তানের জনক বিপ্লব মিস্ত্রী (৪০) নামে এক যুবক তাঁদের মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে গেছেন। তখন এ বিষয়টি পুলিশকে জানান এবং বিপ্লবের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। উপজেলার বাউফল ইউনিয়নের ০১নং ওয়ার্ড,গুশিঙ্গা গ্রামের বিমল মিস্ত্রী’র ছেলে বিপ্লব মিস্ত্রী।ওই ছাত্রীটির মা অভিযোগ করে বলেন, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লবের বিরুদ্ধে মামলা রুজু করতে অপারগতা প্রকাশ করেছেন। ওসি তাঁদেরকে (ছাত্রীটির বাবা ও মা) বলেছেন উপরের চাপ আছে, মামলা নেওয়া যাবে না।’
ছাত্রীটির বাবা বলেছেন,‘বিপ্লবের মুঠোফোন খোলা। এরপরেও পুলিশ তাঁর 
মেয়েকে উদ্ধার করছে না।’কলেজ শিক্ষক মো. খলিলুর রহমান বলেন,‘একটি মুসলিম পরিবারের একটি মেয়েকে হিন্দু সম্প্রদায়ের এক যুবক নিয়ে গেল। তাও আবার চার সন্তানের জনক। পুলিশের এমন ভূমিকা খুবই দুঃখজনক। এতে সামাজিক অবক্ষয় দিন দিন আরও বৃদ্ধি পাবে ।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ওই ছাত্রীটির পরিবারের অভিযোগ অস্বীকার করে বলেন,‘মেয়েটি প্রাপ্ত বয়স্ক। প্রেমের টানে ঘর 
ছেড়েছে।’ ছেলেটি যেহেতু হিন্দু, আর মেয়েটি মুসলমান-এ নিয়ে দাঙ্গা বাধলে এর দায় কে নিবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাঁরা ঘটনা ঘটাবে, তখন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।