ঢাকা, শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৬ই অগ্রহায়ণ ১৪৩১

লোহাগড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরহাদ খান, নড়াইল | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৭ অক্টোবর ২০২২ ০৬:২৩:০০ অপরাহ্ন | দেশের খবর


আলোচনা সভা, কেককাটা ও নিহত যুবদল নেতাদের পরিবারকে সম্মাননা স্মারকসহ উপহারসামগ্রী প্রদানের মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়ায় যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। লোহাগড়া উপজেলা যুবদলের আয়োজনে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে লোহাগড়া কমিউনিটি সেন্টারে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লোহাগড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক শফিকুজ্জামান তারিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব আহাদুজ্জামান বাটুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গত সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপি মনোনয়নপ্রাপ্ত শরীফ কাসাফুদ্দোজা কাফী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি দপ্তর সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান, লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক জাহিদুল হক জাহিদ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর মহিলা দলের সভাপতি পৌর কাউন্সিলর খালেদা জামান, লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য মফিজুর রহমান, লোহাগড়া পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক শামসুল হক আজাদ, পৌর বিএনপির আহবায়ক সদস্য মুসা মোল্যা, জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল কবির চন্দন, জয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হান্নান মোল্যা, সাধারণ সম্পাদক সেলিম রেজা লিটু, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুল আলম, লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক সোহেল রানা লাক্সমি, যুগ্মআহবায়ক মুজতাহিদুর রহমান আমিন, ইব্রাহিম মোল্যা, শাহিন মাহমুদ, শরিফুল ইসলাম, সৈয়দ মহব্বত আলী, মোল্যা কিসমত মেম্বার, নাজমুল হুদা, উকির সরদার, আনোয়ার হোসেন মল্লিক, ইমরুল হাসান, শাফায়েত মুন্সী, সৈয়দ নবাব আলী, সোহান কাজী, লিটন রহমান, সাইফুল ইসলাম, লিটন মেম্বার, মিজানুর রহমান, জামাল সরদার, নজরুল ফকির, লিয়াকত হোসেন লিপু, জেলা ছাত্রদলের সহসভাপতি তাজিম উদ্দিন চঞ্চল ও নবাব রাব্বি, যুগ্মসাধারণ সম্পাদক প্রকৌশলী তাইবুল হাসান, লোহাগড়া সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ ইসলাম, যুগ্মআহবায়ক নাঈম শরীফ, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান রাজ, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক অনিক হোসেন নয়ন, মল্লিকপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিমন গাজী, নলদী ইউনিয়ন যুবদল নেতা রাজু আহমেদ, সুজন শেখ, ইমরান মুসল্লি, রিয়াজ শেখ, জাহিদুর রহমান, মাহফুজুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা ইকরাম মোল্যা, পলাশ মোল্যা, রিয়াজ, ইমনসহ দলীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামি সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন-সংগ্রাম করতে হবে। এছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন বক্তারা। #