ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

শান্তিগঞ্জে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জঃ | প্রকাশের সময় : বুধবার ১০ মে ২০২৩ ০৭:৩৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
 
 
শান্তিগঞ্জে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুূদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ খালেদ চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান সুফি মিয়া। উপজেলায় কর্মরত কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আল নুর তারেক, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মুনতাসির মামুন,কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা,মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম,খাদ্য উপজেলা কৃষি অফিসের উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সঞ্জিত চন্দ্র দাশ, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এসও মাহবুব আলম,পিআইও অফিসের সহকারী হরিপদ দাশ। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার,পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন,পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া,শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তারেক জামিল অপু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খাঁন, জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রব সরকার,নির্বাচন কর্মকর্তা একে এম সাইফুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস,সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারেক,আনছার বিডিবি কর্মকর্তা নেহার রানী,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক সহ প্রমুখ।