ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

শান্তিগঞ্জে সরকারিভাবে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : সোমবার ১৬ মে ২০২২ ০৮:৩০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

'শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলা খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহ কাজের উদ্বোধন করা হয়েছে। এ বছর প্রতি মণ ধান ১ হাজার ৪০ টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হচ্ছে।

রোববার(১৫ মে)  দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, উপজেলা খাদ্য কর্মকর্তা ধীরাজ নন্দী, সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিউটন চক্রবর্তী, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী প্রমুখ।