ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

শান্তিগঞ্জ উপজেলার সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ: | প্রকাশের সময় : মঙ্গলবার ৪ জানুয়ারী ২০২২ ০১:০৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার উজ জামানের সভাপতিত্বে, সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সকিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জসীম উদ্দীন শরিফী। বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত ব্যক্তি বিদায়ী শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমীন, পশ্চিমবীরগাও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পুর্বপাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, পুর্ব বীরগাও ইউপি চেয়ারম্যান পনুর কালাম। সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মাসুদ আহমদ, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা সুকুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইয়া, উপজেলা প্রকৌশলী তারেক আল নুর, এসআই মোঃ আলা উদ্দীন, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, জন স্বাস্থ্য প্রকৌশলী অফিসের আলী মর্তুজা, পুর্বপাগলা ইউপি সচিব মামুন আহমদ, দরগাপাশা ইউপি সচিব মিতালী তালুকদার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠান শেষে বিদায়ী সংবর্ধিত অতিথিদের উপহার ও ক্রেষ্ট প্রদান করেন অতিথি বৃন্দ।