সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গরুচোর সহ ১১ টি গরু উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাত সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় শান্তিগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ খালেদ চৌধুরী ও জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জগন্নাথপুর থানার লাউতলা গ্রাম থেকে ৩ জন গরুচোর সহ ১১ টি গরু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত গরুচোরেরা হল জগন্নাথপুর থানার পাটলী ইউনিয়নের লাউতলা নুরবালা গ্রামের ছলিম উল্লাহর ছেলে মোঃ চন্দন মিয়া,চন্দন মিয়ার ছেলে সিহাব উদ্দীন,নেত্রকোনা জেলার আটপাড়া থানার ইসাইল গ্রামের রবি মিয়ার ছেলে জীবন মিয়া। পুলিশ সূত্রে জানা যায়, বিগত ১৪ জানুয়ারী রাতের আধারে সংঘঠিত চোরেরা ডুংরিয়া শিবপুর গ্রামের কবির মিয়ার ৭ টি গরু এবং জয়কলস নোয়াগাঁও গ্রামের সুরুজ আলীর ৪ টি গরু চুরি করে নিয়ে যায়। পরে কবির মিয়া ও সুরুজ মিয়া বাদী হয়ে বিগত ১৬ জানুয়ারী শান্তিগঞ্জ থানায় একাধিক মামলা দায়ের করেন। মামলা নং ০৭ ও ০৮ তারিখ ১৬.০১.২৩। উক্ত অভিযোগের আলোকে বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে ১১ টি গরু উদ্ধার ও ৩ জন চোরকে গ্রেফতার করে শান্তিগঞ্জ থানা পুলিশ।
শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ খালেদ চৌধুরী জানান, উদ্ধারকৃত গরু মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং চোরদেরকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে এবং চুরি ডাকাতি ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।