ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

শাবিতে ছাত্রলীগের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শাবি প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১ ০৮:৩১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ছাত্রলীগের নেতৃবৃন্দ।  এর আগে রাতের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং চেতনা-৭১ এ মোমবাতি প্রজ্জ্বলন করে ছাত্রলীগ।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমান, উপ-ত্রাণ ও দূর্যোগ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, সাবেক সদস্য আশরাফ কামাল আরিফ,  ছাত্রলীগ নেতা তারেক হালিমী, রাজিব সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন মিয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের সাংগঠনিক সম্পাদক তানিম খন্দকার, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন,  সমাজ বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সাধারন সম্পাদক মাইদুল ইসলাম মুরাদ সহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।