ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

শাবিতে ভলিবল খেলায় চ্যাম্পিয়ন ইংরেজি ও সমাজকর্ম বিভাগ

শাবি প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ ডিসেম্বর ২০২১ ১২:০২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃবিভাগ (ছেলে-মেয়ে) ভলিবল প্রতিযোগিতা ২০২১ সম্পন্ন হয়েছে। এতে ছেলেদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ইংরেজি বিভাগ এবং মেয়েদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সমাজকর্ম বিভাগ।

বুধবার (৮ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ইংরেজি বিভাগ (পুরুষ) ২-০ সেটে সমাজকর্ম বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। মেয়েদের খেলায় অর্থনীতি বিভাগকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সমাজকর্ম বিভাগ (মেয়ে)।

প্রথম খেলায় দুই ফাইনালিস্ট (পুরুষ) ইংরেজি বিভাগ ও সমাজকর্ম বিভাগ শিরোপা জয়ের জন্য মাঠে নামে। প্রথম সেটে ১৫-১৩ পয়েন্টে জয় পেয়ে শিরোপার দৌঁড়ে একধাপ এগিয়ে যায় ইংরেজি বিভাগ। এতে, ১-০ সেটে পিছিয়ে থেকে দ্বিতীয় সেট খেলতে নামে সমাজকর্ম বিভাগ। শিরোপার লড়াইয়ে ঠিকে থাকতে সমাজ কর্ম বিভাগ আপ্রাণ চেষ্টা করেও ১৩-৬ পয়েন্টে এবং ২-০ সেটে জিতে  চ্যাম্পিয়ন হয় ইংরেজি বিভাগ ।

বিকাল সাড়ে তিনটায় অপর ফাইনাল ম্যাচে (মেয়ে) অর্থনীতি বিভাগ ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সমাজকর্ম বিভাগ।  এতে প্রথম সেটে ১২-১৫ পয়েন্টে অর্থনীতি বিভাগকে হারিয়ে শুরু করে সমাজকর্ম বিভাগ। তবে দ্বিতীয় সেটে অর্থনীতি বিভাগের ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও ১৫-৯ পয়েন্টে হেরে রানার আপ হয় অর্থনীতি বিভাগ। ফলে ২-০ সেটে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় সমাজকর্ম বিভাগ।

খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ উভয় দলের হাতে ট্রপি, ক্রেস্ট পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন,পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। আমাদেরকে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও এগিয়ে থাকতে হবে । তাই শিক্ষার্থীদের জন্য আগামী থেকে খেলাধুলার বাজেট দ্বিগুণ করা হবে। বর্তমানে আমরা গবেষণায়ও এগিয়ে যাচ্ছি।  তাই শিক্ষকদের সাথে সাথে শিক্ষার্থীদেরও গবেষণায় মনোনিবেশ করতে হবে।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবীর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. হোসেন আল মামুন, সমাজকর্ম  বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক সামিউল ইসলাম, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়া, বিভন্ন বিভাগের শিক্ষক, দপ্তর প্রধান, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।