ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

শার্শায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মনির হোসেন, বেনাপোল (যশোর) : | প্রকাশের সময় : সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১১:১৪:০০ অপরাহ্ন | খুলনা
যশোরের শার্শার বাহাদুপুর স্কুলে কিশোরী শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কতৃক দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায়
সোমবার দুপুরে শার্শার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী কিশোরী সংঘের একশ‘ জন সদস্যকে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় একশ‘ জন প্রশিক্ষনার্থী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন, খাতা, কলম, পেনসিল বক্স, টাকার চেকসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
 
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস এম শাখির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার নাসিম উদ্দিন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসূলসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



সবচেয়ে জনপ্রিয়