হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু মারা গেছেন। বুধবার রাত ৯টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে শায়েস্তাগঞ্জ জংশনের লেভেল ক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- বানিয়াচং উপজেলার দাসপাড়া মহল্লার মঈন উদ্দিনের ছেলে ফাহিম আহমেদ (২২) ও নন্দিপাড়া মহল্লার আব্দুল আহাদের ছেলে সিয়াম (২২)। এ ঘটনায় বড় বাজার এলাকার মোখলেছুর রহমানের ছেলে মো. নাঈম (২১) আহত হয়।
নিহতদের মধ্যে ফাহিম সিলেট এমসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সিয়াম এইচএসসি পাস করে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে দুটি মোটরসাইকেল নিয়ে ছয় বন্ধু শায়েস্তাগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে শায়েস্তাগঞ্জ রেলক্রসিং এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত অবস্থায় তিনজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।