ঢাকা, রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

শেরপুরে ২০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ৩ কোটি টাকার সম্পদ ছাই

তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ২ জানুয়ারী ২০২২ ০৪:১৫:০০ অপরাহ্ন | অর্থনীতি ও বাণিজ্য
শেরপুরে আগুনে পুড়ে ২০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ২ জানুয়ারি রবিবার ভোরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৩ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
 
বাজারের ধান-চাল ব্যবসায়ী আবুল কালাম জানান, গতকাল আমি প্রায় ১৪ লক্ষ টাকার চাল ক্রয় করে গোডাউনে রেখেছি। সকালে ঘুম থেকে উঠে বাজারে এসে দেখি আগুনে সব শেষ তান্ডব। আমার সব শেষ হয়ে গেলো। এখন আমি মহাজনদের ৩০ লক্ষ টাকার ঋণের জালে পড়লাম।
 
ক্ষতিগ্রস্ত আরেক ব্যবসায়ী সুজন মিয়া জানান, আমার দোকানের নাম সাদিয়া কসমেটিকস। গতরাতেও আমার ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় লক্ষাধিক টাকার মালামাল ঢুকেছে। আমার মোট ৩ টি গোডাউনে কসমেটিকস, প্লাষ্টিক ও সূতার আইটেম ছিল। আগুনে আমার সব শেষ করে দিলো। 
 
এ বিষয়ে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল হাই বলেন, কুসুমহাটি বাজারটি একটি পুরনো ঐতিহ্যবাহী বাজার। যুগ যুগ ধরে এখানে ব্যাবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করে আসছেন। এমন ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকারের সহযোগিতা দরকার।
 
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন তারেক বলেন, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের প্রমান মিলেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।