ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

সরাইলে ১৭ দিন ধরে ট্রাক্টর নিয়ে উধাও চালক; মালিকের আহাজারি

আতিকুল ইসলাম ইফরান, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া : | প্রকাশের সময় : রবিবার ৭ এপ্রিল ২০২৪ ১১:১৪:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের  মহাসড়কের ওপর থেকে একটি মাহিন্দ্র ট্রাক্টর উধাও হয়ে গেছে। এ ঘটনায় চুরির অভিযোগ এনে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। চুরি হওয়া ট্রাক্টর'টির মালিক শাহবাজপুর ইউনিয়নের বাড়িউড়া (দক্ষিণ পাড়) এলাকার আবু ছায়েদ (৬০)। 

 

গত শুক্রবার (২২ ই এপ্রিল) ভোরে শাহবাজপুর জিলানী পাম্পের সামনে (ঢাকা–সিলেট) মহাসড়ক হতে ট্রাক্টরটি উধাও হয়ে যায়।  এ ঘটনার পর থেকে একমাত্র সন্দেহ ভাজন ব্যক্তি গাড়িটির চালক রহিছ আলী (৫২) পলাতক রয়েছে। সে বাড়িউড়া (উত্তর পাড় আব্দুল্লাহপুর) এলাকার হরমুজ আলী'র ছেলে। 

 

ভুক্তভোগী ট্রাক মালিক আবু ছায়েদ পুবের আলো'কে বলেন, প্রতিদিনের মতোই গত ২১ ই এপ্রিল বিকালে আমার মালিকানাধীন মাহিন্দ্র ট্রাক্টর (যার মডেল নং– ২৭৫ ডি আই) জিলানী পাম্পের এক পাশে পার্কিং করে আসে চালক রহিছ আলী (৫২) এবং হেলপার মোঃ বোরহান মিয়া (২২)। পরবর্তীতে ২২ ই এপ্রিল ভোরে আমি জানতে পারি আমার ট্রাক্টরটি আর পাম্পের সামনে নেই। তাৎক্ষনিক বিভিন্ন জায়গায় মানুষদের নিয়ে খোঁজ করে কোথাও সন্ধান পায়নি আমি। পরবর্তীতে সরাইল থানায় জিডি করার পর পুলিশ এসে সিসি ক্যামেরা চেক করেন এবং ভোরে আমার গাড়ির চালক রহিছ আলী, এবং হেলপার রোরহান গাড়িটির আশপাশে ঘুরাফেরা করছেন বলে দেখা যায়। ট্রাক্টরটি চুরি হওয়ার পরে আর তাদের ঘুরাফেরা করতে দেখা যায়নি। 

 

তিনি বলেন, রহিছ আলী আমার গাড়ির চালক হওয়ার সুবাদে তার কাছেই সবসময় চাবি থাকতো। আমি বেশ ক'দিন যাবত তাকে বলতেছি সে যেনো আমার গাড়ি আমাকে বুঝিয়ে দেয়। কারণ আমি স্ট্রোক করেছিলাম কিছুদিন আগে, তখন প্রায় ৭ দিনের গাড়ির ইনকাম আমাকে বুঝিয়ে না দিয়ে আত্মসাৎ করে। তবে অনেক বার চাইলেও গাড়িটা বুঝিয়ে দিচ্ছিলো না রহিছ। শেষ পর্যন্ত সে আমার ট্রাক্টরটি চুরি করে আত্মসাৎ করে আমার পরিবার চালানোর একমাত্র আয়ের উৎস বন্ধ করে দিলো। এখন আমি আমার পরিবারকে নিয়ে কি খাবো? কিভাবে আমরা চলব? 

 

পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়ে ট্রাক্টর মালিক আবু ছায়েদ বলেন, এখন পুলিশ ই আমার ভরসা। উনাদের সাহায্য ছাড়া আমার ট্রাক্টরটি উদ্ধার করা সম্ভব না। আমি সরাইলের ওসি স্যার’সহ থানার সকলের সহযোগিতা কামনা করতেছি, আর নয়তো পরিবার নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে আমাকে।

 

ঘটনার দিন রাতে জিলানী পাম্পে দায়িত্বরত একজন জানান, ট্রাক্টর উধাও এর আগ পর্যন্ত চালক আশপাশেই ঘুরাঘুরি করছিলেন। 

 

এ বিষয়ে স্থানীয় অনেকে জানান, রহিছ আলী'র  আগেও এমন ঘটনা ঘটিয়েছে৷ সে চালক থাকা অবস্থায় আমাদের এলাকা থেকে এর আগেও দু'টি গাড়ি চুরি হয়েছে। তবে এবারেই প্রথম যে সিসি ক্যামেরা'য় ধরা পরেছে। রহিছ আলীকে গ্রেফতার করে ট্রাক্টর উদ্ধারের পাশাপাশি তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি ও জানান স্থানীয়রা। 

 

এ বিষয়ে সরাইল থানার দ্বিতীয় কর্মকর্তা (উপ-পরিদর্শক) জয়নাল আবেদীন বলেন, ট্রাক্টরটি উদ্ধার করতে এবং অভিযুক্ত রহিছ আলী'কে আটকের চেষ্টা করছে পুলিশ।