ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

সাংবাদিক নাদিম হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ১৭ জুন ২০২৩ ০৭:২১:০০ অপরাহ্ন | দেশের খবর
 
জামালপুরের ৭১ টেলিভিশন ও বাংলানিউজটোয়েন্টিফোরডটকমের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৭ জুন) দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরাম। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে জেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেয়। এতে টেলিভিশন সাংবাদিক ফোরামের উপদেষ্টা এম রায়হান, সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজিব হাসান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
 
বক্তরা, সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে শাস্তির দাবি করেন। সেই সাথে সাংবাদিকদের নিরাপত্তা জোরদার, মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিক হত্যা মামলায় আসামিদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।
 
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।