ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

সাতকানিয়ায় এইচএসসিতে শতভাগ পাশে শীর্ষ মির্জাখীল,সর্বনিম্নে জাফর আহমদ কলেজ

জোবাইর বিন জিহাদী (সাতকানিয়া) চট্টগ্রাম : | প্রকাশের সময় : রবিবার ২৬ নভেম্বর ২০২৩ ১০:১৩:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
২০২৩ সালের এইচএসসিতে উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজে পাশের দ্বিগুণ শিক্ষার্থী ফেল করে সাতকানিয়ায় সর্বনিম্নে।শতভাগ পাশে শীর্ষে রয়েছে মির্জাখীল হাইস্কুল এন্ড কলেজ।
 
রবিবার (২৬ নভেম্বর) সকাল ১১ টার সময় প্রকাশিত এইচএসসির ফলাফলে এ তথ্য জানা যায়।
 
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ২০২৩ সালের এইচএসসি পরিক্ষায় উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজ থেকে পরিক্ষার্থী ৪৭৬ জন।তন্মধ্যে পাশ করেছেন ১৬১ জন এবং ফেল করেছেন ৩১৫জন পরিক্ষার্থী।যা পাশের দ্বিগুণের চেয়েও বেশি।ফলে কলেজটির এবার এইচএসসিতে পাশের হার দাঁড়ায় ৩৪ দশমিক ৩৩ শতাংশতে যা সাতকানিয়া লোহাগাড়ায় এইচএসসিতে সর্বনিম্ন।
 
প্রকাশিত ফলাফল অনুযায়ী কলেজটির মোট পরিক্ষার্থীর মধ্যে ব্যবসা শিক্ষায় পাশ করেন ৭১ জন এবং ফেল করেন ১০১ জন।এই বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্ত হন একজন।মানবিক বিভাগ থেকে পাশ করেন ৮৯ জন এবং ফেল করেন ২১২ জন পরিক্ষার্থী।বিজ্ঞান বিভাগের তিনজন পরিক্ষার্থীর মধ্যে পাশ করেন মাত্র একজন, ফেল করেন বাকি দুইজন পরিক্ষার্থী।
 
এছাড়াও এবারের এইচএসসি পরিক্ষায় সাতকানিয়ার সাতটি প্রতিষ্ঠানের মধ্যে সাতকানিয়ায় শতভাগ পাশের সাক্ষর রাখেন মির্জাখীল হাইস্কুল এন্ড কলেজ।এই প্রতিষ্ঠান থেকে ১৩ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ১৩ জনই কৃতকার্য হওয়ায় পাশের হারে শতভাগ পাশ নিয়ে সাতকানিয়ায় প্রথম হয় প্রতিষ্ঠানটি।পাশের হারে ৯৭.৭৮% এ দ্বিতীয় স্থান অধিকার করে চিব্বাড়ী এম. এ. মোতালেব কলেজ।প্রতিষ্ঠানটির ১৮১ জন পরিক্ষার্থীর মধ্যে ১৭৬ জন পাশ এবং ৫জন ফেল করে এবং জিপিএ-৫ প্রাপ্ত হন ১০জন। তৃতীয় স্থান অধিকার করে সাতকানিয়া সরকারি কলেজ যার পাশের হার ৮১.১৪%।কলেজটি থেকে সাতকানিয়ার মধ্যে সর্বোচ্চ সংখ্যক পরিক্ষার্থী অংশগ্রহণ করে।এক হাজার পরিক্ষার্থীর মধ্যে ৭৯৬ জন পাশ করেন এবং ফেল করেন ২০৪ জন এবং জিপিএ-৫ প্রাপ্ত হন ২৫ জন।পরিক্ষার্থী ও জিপিএ-৫ সংখ্যায় সাতকানিয়ায় শীর্ষ হলেও শতকরা হারে তৃতীয় স্থানে দখল নেয় প্রতিষ্ঠানটি।শতকরা ৭৫.৬০ হারে চতুর্থ হয় আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ এবং জিপিএ-৫ প্রাপ্ত হন ৪জন পরিক্ষার্থী।শতকরা ৬৪.১২ হারে ৫ম হয় সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ ও শতকরা ৫১.৬৭ হারে ৬ষ্ঠ হয় কর্ণেল অলি আহমদ বীর-বিক্রম কলেজ।কলেজটি থেকে জিপিএ-৫ প্রাপ্ত হন একজন পরিক্ষার্থী।এবং শতকরা ৩৪.৩৩ হার নিয়ে সপ্তমে অবস্থান নেয় উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজ।
 
উল্লেখ্য, ফলাফল বিশ্লেষণে দেখা যায় - সাতকানিয়ায় একেবারে কম সংখ্যক পরিক্ষার্থী নিয়েও শতভাগ পাশ হওয়ায় পাশের হারে শীর্ষে রয়েছে মির্জাখীল হাইস্কুল এন্ড কলেজ।অন্যদিকে পরিক্ষার্থী ও জিপিএ-৫ সংখ্যায় শীর্ষে রয়েছে সাতকানিয়া সরকারি কলেজ।