ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

সাত জনের মধ্যে ষষ্ঠ হয়ে জামানত হারালেন নৌকার প্রার্থী

হাসান সিকদার, টাঙ্গাইল : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ জানুয়ারী ২০২২ ০৮:৪৬:০০ অপরাহ্ন | দেশের খবর

৫ম ধাপের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে টাঙ্গাইলের বাসাইলে নৌকার এক প্রার্থী তার নিজ কেন্দ্রে তৃতীয় হয়েছেন এবং জামানতও হারিয়েছেন। এতে বিব্রত হয়ে পড়েছেন ওই ইউপি’র আওয়ামী লীগের নেতাকর্মীরা। জামানত হারানো ওই প্রার্থী হলেন কাঞ্চনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাকিব খান শাহীন। রাকিব খান শাহীন ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী ছিলেন।  তিনি তার নিজ কেন্দ্রে (সিংগারডাক আদর্শ উ”চ বিদ্যালয়) মোট ১৪শত ৩৬ ভোটারের মধ্যে মাত্র ২৬৯ ভোট পেয়েছেন।

জানা যায়, কাঞ্চনপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও আরও ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এই ইউপিতে ২১ হাজার  ৩৭৯ টি ভোটের মধ্যে ৭৩ ভাগ ভোট কাস্ট হয়েছে। এতে রাকিব খান শাহিন মোট ৮শত ৫১ ভোট পেয়ে সাত জনের মধ্যে ৬ষ্ঠ হয়েছেন।

এ ব্যাপারে রাকিব খান শাহিন জানান, এটা একটা ষড়যন্ত্রমূলক প্রহসনের পাতানো নির্বাচন। প্রশাসনের সহযোগিতায় চশমা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। দলীয় উর্ধ্বতন নেতা যারা নির্বাচন পরিচালনা করেছেন তাদেরকে আমি নির্বাচনে প্রশাসনের পক্ষপাতদৃষ্টির কথা অভিযোগ করলেও তারা কোন পদক্ষেপ নেননি। তারা নিশ্চুপ ছিলেন ।

এ ব্যাপারে বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস জানান, এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে চাই না।

বাসাইল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম সামছুল আলম জানান, প্রার্থী হিসেবে তিনি একদম নতুন এবং এলাকায় তার কোন পরিচিতি নেই। রাজনীতির মাঠেও তাকে দেখা যায় নাই। তার মনোনয়নটা খুব একটা প্রত্যাশীত ছিলো বলে আমি মনে করি না। এসব কারনেই সে জন সমর্থন পেতে ব্যার্থ হয়েছে।