ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

সাফজয়ীদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : শনিবার ৯ নভেম্বর ২০২৪ ০৩:৩০:০০ অপরাহ্ন | খেলাধুলা

নতুন কমিটির প্রথম সভায় সাফজয়ী নারীদের জন্য দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাফুফে।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে বাফুফের নতুন কমিটির প্রথম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ পুরষ্কারের ঘোষণা দেওয়া হয়।

এসময় বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু বলেন, সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা প্রদান করা হবে। আমরা খুব শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে এটি প্রদান করব। শুধু খেলোয়াড় নয়, দলের সঙ্গে থাকা সবাই এই পুরস্কারের আওতায় আছেন। যারা এই দলের সঙ্গে ছিলেন, প্রতিটি সদস্য এই পুরস্কার পাবে।

তিনি আরও জানান, এই অর্থ নির্বাহী কমিটির সদস্যরা মিলে দেবেন।

tabith-with-saff-champions-20241106193346

এর আগে টানা দু'বার শিরোপা জেতায় ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা বোনাস ঘোষণা করা হয়েছিল।

বাফুফের প্রথম সভায় দুটি কমিটিও গঠন করা হয়েছে। ফাইন্যান্স কমিটি চার বছরের জন্য দায়িত্ব থাকবে সভাপতি তাবিথ আউয়ালের অধীনে। ন্যাশনাম টিম কমিটির চেয়ারম্যানও থাকবেন বাফুফে সভাপতি।

বায়ান্ন/একে