ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

সিলেটে অবৈধ পণ্যসহ গ্রেফতার ৩

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৪ জানুয়ারী ২০২৪ ০৭:৫২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট ভারতীয় অবৈধ পণ্য ও একটি গাড়ি জব্ধসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

 

আটকরা হলেন- শ্রীমঙ্গলের উত্তর বাড়াউড়া ইউনিয়নের মো. খলিল মিয়ার ছেলে মো. আব্দুস শহীদ (২৭), ভূনবীর সাতগাওঁ ইউনিয়নের অখিল সরকারের ছেলে অসীম সরকার (২২), আশিদুন ইউনিয়নের আব্দুস শহীদ মুক্তার মিয়ার ছেলে মো. আরিফ হোসেন (১৯)।

 

 

মিডিয়া কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম গোপন সংবাদের সিলেট মহানগরের মেন্দিবাগ পয়েন্টে চেক পোস্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় আসামিদের কাছ থেকে ৬৪০ প্যাকেট পাপড় জব্দ করা হয়।  এসবের আনুমানিক মূল্য ১ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা।

 

 

এছাড়া এসব ভারতীয় অবৈধ পণ্য পরিবহনের কাজে একটি মাইক্রোবাস গাড়ি জব্দ করে ডিবি।  আটকের পর আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হয়।